বিশেষ প্রতিবেদক
Published:2024-12-12 07:01:37 BdST
নামিদামি হোটেলে ১৩ তলা বা ১৩ নম্বর রুম থাকে না কেন?
১৩। সাধারণ একটি সংখ্যা। তবে এর পেছনে রয়েছে অনেক রহস্য। বিশ্বের নামীদামী বেশিরভাগ হোটেলেই ১৩ নম্বর কক্ষ থাকে না। শুধু তাই নয়, ১৩ নম্বর ফ্লোরও রাখা হয় না সেখানে। কিছু ক্ষেত্রে একে ১২A বলা হয়। বাকিরা ১৩ এড়িয়ে সোজা ১২’র পর ১৪ হিসেব করেন। কিন্তু কেন? কী এমন রহস্য রয়েছে এই সংখ্যার পেছনে? এই প্রতিবেদনে জানুন বিস্তারিত-
বাংলার প্রবাদপ্রতীম 'নন্দ ঘোষে'র মতো '১৩' নম্বর সংখ্যাটিও নাকি যত নষ্টের মূল। এই সংখ্যাকে ঘিরে অনেক অদ্ভুত অদ্ভুত ধারণা যুগ যুগ ধরে চলে আসছে।
পশ্চিমী কুসংস্কারের প্রভাব
আমরা বলি, পশ্চিমের দেশগুলি নাকি আমাদের থেকেও উন্নত। তাদের যুক্তিবাদী চিন্তাধারা, বিজ্ঞান মনষ্কতা প্রাচ্য দেশগুলির তুলনায় অনেক দৃঢ়। কিন্তু আদতে তা নয়। পশ্চিমা দেশগুলোর লোকেরাও যথেষ্ট কুসংস্কারাচ্ছন্ন হন। পশ্চিমারা ১৩ সংখ্যাটি শুনলেও যেন আঁতকে উঠেন। এটি এড়িয়ে যেতে পারলেই বাঁচেন। তাদের মতে, ১৩ নম্বরটি অত্যন্ত অশুভ।
জানলে অবাক হবেন, তাদের মধ্যে ১৩ নম্বর নিয়ে এক ধরনের ভয়ও কাজ করে। যাকে ট্রিস্কাইড ফোবিয়া বলা হয়। সংখ্যাতত্ত্ব অনুসারে, ১৩ নম্বরটি 'অশুভ'। অনেকে একে দুর্ভাগ্যের প্রতীকও মনে করেন।
মানুষের মধ্যে ১৩ সংখ্যাটি নিয়ে এতটাই কুসংস্কার ও ভীতি রয়েছে যে তারা হোটেলের ১৩ নম্বর ঘরেও থাকতে চান না। ১৩ তারিখে কোনও নতুন কাজ শুরু করতে চান না।
১৩ নম্বর নিয়ে প্রচলিত কাহিনী
প্রচলিত আছে যে, যিশু খ্রিষ্টের সঙ্গে কোনো এক ব্যক্তি একবার বিশ্বাসঘাতকতা করেছিলেন। ওই ব্যক্তি যিশুর সঙ্গে বসে খাবার খেয়েছিল। কাকতালীয়ভাবে, সেই ব্যক্তি যে চেয়ারে বসেছিলেন তার নম্বর ছিল ১৩। এই ঘটনার পর থেকেই পাশ্চাত্যে ১৩ সংখ্যাটি বিশ্বাসঘাতকতার প্রতীক হিসেবে বিবেচিত হয়। যদিও এই কাহিনীর সঙ্গে সত্যের কোনো সম্পর্ক রয়েছে কিনা জানা নেই।
হোটেলে ১৩ নম্বর রুম না থাকার কারণ
এর সহজ উত্তর হলো, ট্রিস্কাইড ফোবিয়া। ১৩ সংখ্যার প্রতি ভীতি। পশ্চিমের দেশগুলির বিশ্বাস ১৩ নম্বরটি অত্যন্ত অশুভ। অনেকেই আবার একে ভৌতিক সংখ্যা মনে করেন। তাদের দাবি এই সংখ্যার সঙ্গে ভূত-প্রেতের সংযোগ রয়েছে।
ট্রিস্কাইড ফোবিয়ায় ভুগছেন এমন ব্যক্তিরা ১৩ নম্বরটি দেখলে খুব ভয় পান। এটি দেখলে তাদের উদ্বেগ বাড়তে থাকে। এসময় প্রচুর ঘাম হয়, স্নায়ুর সমস্যা দেখা দিতে পারে। অনেকের ক্ষেত্রে এই সংখ্যা দেখলে হৃদস্পন্দন দ্রুত হয়ে যায়।
এই কারণেই হোটেল মালিকরা তাদের হোটেল থেকে ১৩ নম্বরটি সরিয়ে দেন। অনেকের দাবি, যারা ১৩ নম্বর রুম বুক করেন, তাদের সমস্ত কাজ পণ্ড হয়ে যায়।
১৩ নম্বর তলা কোথায় যায়?
উঁচু বিল্ডিংগুলোর মাঝ থেকে তো ১৩ তলা অদৃশ্য হতে পারে না। তাহলে সেগুলোর কী হয়? সেক্ষেত্রে হোটেল মালিকরা এই ফ্লোরের নাম পরিবর্তন করে দেন। তারা একে ১৩ তলা বলেন না। কখনও ফ্লোরের নাম হয় ১২A অথবা ১৪A। অনেক জায়গায় আবার ১২ তম তলার পরে সরাসরি ১৪ তলা আসে।
ফ্রান্সে ১৩ নম্বর চেয়ার থাকে না
১৩ নম্বরের ভীতির যেন শেষ নেই। এই যেমন ফ্রান্সের কোনো হোটেল বা রেস্তোরাঁয় ১৩ নম্বর চেয়ার থাকে না। এই অলিখিত নিয়মটি এদেশের ব্যবসায়ীরা কঠোরভাবে মেনে চলেন। তাদের ভয়, তেরো নম্বর চেয়ার থাকলে বা সেখানে কোনো অতিথি বসলে অশুভ ঘটনা ঘটতে পারে।
ভারতের এই শহরে ১৩ নম্বর সেক্টর নেই
১৩র এই গেঁরো থেকে বেরোতে পারেনি ভারতও। চণ্ডীগড়ে গেলে দেখবেন যে সেখানে ১২ নং সেক্টরের পরেই রযেছে ১৪ নম্বর সেক্টর। মাঝের ১৩ নম্বর সেক্টরের কোনও অস্থিত্ব নেই। শহরের মানচিত্র নির্মাণকারী স্থপতিও ১৩ নম্বরটিকে অশুভ বলে মনে করেছিলেন।
১৩ নম্বরের সঙ্গে অটল বিহারী বাজপেয়ীর সম্পর্ক
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে আবার ১৩ নম্বরের এক গভীর সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, তাঁর প্রথমবারের সরকার মাত্র ১৩ দিন স্থায়ী হয়েছিল। ১৩ তারিখেই আবার তিনি শপথ নেন। এর পরেও তার সরকার মাত্র ১৩ মাস স্থায়ী হয়েছিল।
এরপর তিনি ১৩টি দলের সমর্থনে ১৩ তারিখে ১৩তম লোকসভার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন। কিন্তু এরপর ১৩ তারিখেই তাঁকে চরম পরাজয়ের মুখে পড়তে হয়। যদিও অনেকে বলেন যে, এটি একটি কাকতালীয় ছাড়া আর কিছুই নয়
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.