এফ টি রিপোর্ট
Published:2024-12-19 13:14:56 BdST
যথাযোগ্য মর্যাদায় প্রগ্রেসিভ লাইফ এর আয়োজনে মহান বিজয় দিবস ২০২৪ আলচনাসভা অনুষ্ঠিত
যথাযোগ্য মর্যাদায় গত ১৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখে প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড এর প্রধান কার্যালয়ে মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়।
বিজয় দিবসের আলোচনার প্রধান অতিথি ছিলেন প্রগ্রেসিভ লাইফ ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ সাইদুল আমিন।
আলোচনায় আরও অংশ নেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ হোসেন শহীদ সোহরাওয়ারদী , কোম্পানি সচিব জনাব আব্দুল্লাহ আল মনসুর,চিফ ফিন্যান্সিয়াল অফিসার জনাব সাখাওয়াত হোসেন, মানবসম্পদ ও সংস্থাপন বিভাগের ইনচার্জ মোঃ গাজিউর রহমান বখতিয়ার, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের ইনচার্জ জনাব মোহাম্মদ আফসার উদ্দিন ভুঁঞা ,ডিভিপি,প্রধান মার্কেটিং কর্মকর্তা মোঃ মাসুদুজ্জামান ,সিনিয়ৱ ডিএমডি জনাব শাহজাহান আজাদী সহ প্রমুখ।
আলোচনার প্রাক্কালে মহান মুক্তিযুদ্ধের শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া করা হয়। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এবং অন্যান্য আলোচকগণ তাদের বক্তব্যে শহীদগণের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞ্যাপন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কর্মকর্তা-কর্মচারীদের অর্পিত দায়িত্ব যথাযথভাবে সম্পাদন করে দেশ গড়ায় অংশীদার হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানের উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন বীর কোম্পানির ভিন্ন কর্মকর্তাগন। তাঁরা মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে একযোগে কাজ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.