নিজস্ব প্রতিবেদক
Published:2024-12-24 23:49:44 BdST
ফারইস্ট ইসলামী লাইফের এমডি হলেন শহিদুল ইসলাম
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা পদে বীমা ব্যক্তিত্ব মো. শহিদুল ইসলামকে নিয়োগ দিয়েছে।
কোম্পানির পরিচালনা পর্ষদ গত ২০ ডিসেম্বর তাকে এই পদে নিয়োগ দিয়েছে। তিনি ঐদিনই আনুষ্ঠানিকভাবে কোম্পানির ম্যানেজমেন্টের এই শীর্ষ পদে যোগদান করেন।
কোম্পানির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা আপেল মাহমুদ পদত্যাগ করায় এই পদটি শূন্য হয়। আপেল মাহমুদ বর্তমানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষের (ইড্রা) সদস্য। সরকার অতিসম্প্রতি তাকে উক্ত পদে নিয়োগ দিয়েছে।
বীমা ব্যক্তিত্ব মো. শহিদুল ইসলাম বীমা সেক্টরে একজন সৎ, দক্ষ ও সজ্জন ব্যক্তি হিসেবে অধিক পরিচিত।
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির গুরুত্বপূর্ণ এই পদে যোগদান করার আগে তিনি বেসরকারি খাতের আরও কয়েকটি বীমা কোম্পানির ম্যানেজমেন্টের শীর্ষ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি এর আগে চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং বেস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও পদে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি সর্বশেষ ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। । ২০২৩ সালের ২রা এপ্রিল অনুষ্ঠিত ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ২৫৫তম পর্ষদ সভায় কোম্পানির মুখ্য নির্বাহী পদে তার নিয়োগ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত ও অনুমোদিত হয়।
পর্ষদ সভার রেজুলেশনসহ তার নিয়োগ প্রস্তাব আইডিআরএ’র অনুমোদনের জন্য আবেদন করা হয়। কিন্তু একটি মহল থেকে তার শিক্ষা সনদ সম্পর্কে একটি ভুল তথ্য দেয়ায় বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ডেল্টা লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে তার নিয়োগ প্রস্তাব অনুমোদন করে নাই।
মো. শহিদুল ইসলাম ইড্রার এই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে আদালতে যান। আদালত দীর্ঘ শুনানির পর তার শিক্ষা সনদ বৈধ ঘোষণা করে তার পক্ষে রায় দেয়। এই রায়ের মধ্য দিয়ে তার শিক্ষা সনদ নিয়ে সৃষ্ট জটিলতার অবসান ঘটে।
কিন্তু এই রায়ের আগেই মামলা চলমান থাকা অবস্থায় কোম্পানি অন্য একজনকে নিয়োগ দেয়ায় এবং ইড্রা অনুমোদন করায় তিনি আর ডেল্টা লাইফে যোগদান করার সুযোগ পাননি। অবশেষে তিনি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সিইও পদে যোগদান করলেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.