নিজস্ব প্রতিবেদক
Published:2025-01-19 16:20:31 BdST
কবির বিন আনোয়ারসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার, তার স্ত্রী তৌফিকা আহমেদ এবং সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১৯ জানুয়ারি) দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও তার স্ত্রী তৌফিকা আহমেদের বিরুদ্ধে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ দুটি মামলা দায়ের করা হয়। একই কার্যালয়ে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়।
মামলার এজাহারে বলা হয়েছে, কবির বিন আনোয়ারের নামে প্রায় ৩ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। অপর দিকে তার স্ত্রী তৌফিকা আহমেদের ৪ কোটি টাকার অবৈধ সম্পদ রয়েছে। তাদের দুজনের ১৫টি ব্যাংক হিসাবে ২৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
এ ছাড়া সাবেক মন্ত্রী আবদুস শহীদের বিরুদ্ধে ৮ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে। আবদুস শহীদ ১৮টি ব্যাংক হিসাবে ২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.