বিশেষ প্রতিবেদক
Published:2025-01-26 13:43:46 BdST
উৎপাদনমুখী কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকারকক্সবাজারে লুমিনাস গ্রুপের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত
লুমিনাস গ্রুপের ৫ম বর্ষে পর্দাপন ও উদ্যোক্তা সম্মেলন গত ২২ ও ২৩ জানুয়ারি বাংলাদেশের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজারে পাঁচ তারকা মানের সি-প্রিন্সেস হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সারাদেশ থেকে প্রায় দেড় হাজারের অধিক উদ্যোক্তাদের নিয়ে একটি কনফারেন্স অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লুমিনাস গ্রুপের কর্নধার নবীন উদ্যোক্তা ব্যবস্থাপনা পরিচালক রাকিব হোসেন বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে টেকসই অর্থনীতি হলো কৃষি অর্থনীতি। এদেশের কৃষি ও কৃষকদের উপযুক্ত প্রশিক্ষণ সঠিকভাবে দিতে পারলে মানসম্মত কৃষি পণ্য উৎপাদন ও তার ব্যবহার এবং সঠিক ব্যবস্থাপনার মাধ্যমেই এই দেশকে শক্তিশালী কৃষি অর্থনীতির উপর দাঁড় করানো সম্ভব।
তিনি আরো বলেন, আমরা আমাদের কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যের প্রাপ্তির লক্ষ্যে একটি বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে চাই আমাদের কৃষকেরা তাদের উৎপাদিত পণ্য লুমিনার সুপারশপে নিয়ে আসবে। উক্ত পণ্য আমরা ন্যায্য মূল্যে ভোক্তার হাতে তুলে দিব। কৃষক পাবে তার ন্যায্য মূল্য। আর ভোক্তা ও অর্গানিক পণ্য ন্যায্য মূল্য পাবে।
রাকিব হোসেন বলেন আমাদের একটা লক্ষ্য এদেশের কৃষি অর্থনীতির ভীত শক্ত করা। একই সাথে কৃষক ও আমাদের ডিলারদের আমরা কর্মক্ষেত্রে স্বাবলম্বী করতে চাই। ভবিষ্যতে পরিকল্পনার অংশ হিসাবে আন্তর্জাতিক মানের সার, কীটনাশক বীজ ও সাধারণ জনগণের স্বাস্থ্য সেবার উপর জোর দেন রাকিব হোসেন।
৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও উদ্যোক্তা সম্মেলনে দেশের প্রথিতযশা, কৃষিবিদ, ডিলার ছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথিরা লুমিনাস গ্রুপের সময়োপযোগী কৃষিবান্ধব পণ্য ও কসমেটিক্স পণ্য নিয়ে কাজ করে আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অংশীদার হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশে এগ্রো ও কসমেটিক্স সেক্টরে নতুন মাইলফলক লুমিনাস গ্রুপের মিরাকেল এগ্রো ও কসমেটিক্স। মিরাকেল এগ্রো দেশের কৃষি ক্ষেত্রে নিয়ে এসেছে নতুন নতুন উদ্ভাবন।
মিরাকেল এগ্রো উৎপাদিত পণ্যসমূহের মধ্যে রয়েছে
(১) উচ্চ ফলনশীল ধানের অনুখাদ্য মিরাকেল গ্রোথ: গাছের পোকামাকড় থেকে রক্ষা পাওয়ার জন্য মিরাকেল নিশিন্দা প্লাস, যা গাছকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করবে, এটি একটি জৈব বালাইনাশক।
(২) মিরাকেল পিজিআর: যা প্রাকৃতিকভাবে সংঘটিত সক্রিয় উপাদান ট্রায়ালকন্টানল ভিত্তিক একটি অত্যন্ত কার্যক্ষমতা সম্পন্ন উদ্ভিদ বৃদ্ধি উদ্দীপক।
(৩) মিরাকেল মাল্টি জিংক: এটি জিংক সালফেট মনোহাইড্রট। যা ব্যবহারে গাছ মাটি থেকে শিকড়ের সাহায্যে প্রয়োজনীয় পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে।
(৪) মিরাকেল বায়োচার: ১০০% জৈব সার যা সম্পন্ন রূপে জাপানি ফর্মুলায় প্রস্তুত। বায়োচার জৈব সার উন্নত প্রযুক্তিতে তৈরির ফলে মাটি ও ফসল অধিক পুষ্টি পায় । এ সার ব্যবহারে রোগবালাই দমন, মাটির ধারন ক্ষমতা ও মাটির উৎপাদন শক্তি বৃদ্ধির পাশাপাশি রাসায়নিক সারের প্রয়োগ অনেকাংশে কমিয়ে আনে।
(৫) মিরা সাইক্লাজল (ট্রাইসাইক্লাজেল): এটি প্রতিরোধক ও প্রতিষেধক গুন সম্পন্ন ছত্রাক নাশক। যা ধানের ব্লাস্ট রোগ নিয়ন্ত্রনে বিশেষভাবে কার্যকরী। প্রতি কেজিতে ৭৫০ গ্রাম সক্রিয় উপাদান ট্রাইসাইক্লাজেলে বিদ্যমান।
(৬) মিরাকেল ম্যানকোজের: প্রতিরোধক গুনসম্পন্ন ডাই থায়োকার্বোনেট জাতীয় স্পর্শক্রিয় ছত্রাকনাশক। এটিতে ৮০% ডব্লিউ পি একটি অর্ন্তবাহী প্রতিরোধক গুন সম্পন্ন ডাইথায়োকার্বোনেট জাতীয় স্পর্শক্রিয় দীর্ঘকালীন রোগ নিয়ন্ত্রনকারী ছত্রাকনাশক। প্রতি কেজিতে ৮০০ গ্রাম সক্রিয় উপাদান “ম্যানকোজের” বিদ্যমান।
(৭) মিরাকেল জিপসাম (ট্রাইকোড্রর্মো)। সম্পূর্ন আমেরিকান ফরমুলায় তৈরি। এর মধ্যে ক্যালসিয়াম ২৩% সালফার ১৭% বিদ্যমান। জিপসাম ব্যবহারে মাটির গঠন ভালো হয়, পানি ও বায়ূ চলাচল স্বাভাবিক ভাবে উদ্ভিদের মুল শিকড় মাটি থেকে খাবার গ্রহন করে তরান্বিত করে ফলে উদ্ভিদ পুষ্ট থাকে। এছাড়া ও মাটিতে অল্মর মাত্রা কমিয়ে রাখে ও ফসল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে।
(৮) মিরাকেল ফ্যাসেষ্ট ফিস গ্রোথ- ৮: একটি অর্গানিক তরল পণ্য যা স্থাপন থেকে আমদানিকৃত পরিবেশ বান্ধব জৈব প্রযুক্তিতে প্রাকৃতিক উৎপাদনে আধুনিক প্রযুক্তিতে তৈরি ক্ষতিকারক রাসায়নিক উৎপাদন নাই। মিরাকেল ফ্যাসেষ্ট ফিস গ্রোথ ব্যবহারের দেশীয় মাছের স্বাদ বৃদ্ধি পায়।
(৯) মিরাকের ভুট্টা বীজ: অত্যন্ত মানসম্মত বীজ উৎপাদনে মিরাকেল এগ্রো প্রতিশ্রুতিবদ্ধ।দেশের কৃষি ও কৃষকের উৎপাদন বৃদ্ধিতে মান-সম্পন্ন বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
(১০)মিরাকেল পোল্ট্রি এগ্রো: দেশের পোল্ট্রি সেক্টর অভাবনীয় সফলতা অর্জন করেছে। মিরাকেল এগ্রো পোল্টি সেক্টরে অসামান্য অবদান রেখে চলছে। লেয়ার ও বয়লার খামারীদের জন্য মিরাকেল নিয়ে এসেছে পোল্টি এগ্রো। পোল্ট্রি, হাঁস ও সমজাতীয় প্রাণীর ক্ষেত্রে এটি অত্যন্ত মানসম্পন্ন পণ্য। সম্পূর্ণ আমেরিকান ফর্মুলা এটি তৈরি। হাঁস মুরগির ওজন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, ডিম উৎপাদন বৃদ্ধি, প্রজনন ক্ষমতা বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর।
(১১) মিরাকেল ক্যাটল গ্রোথ: গরু, ছাগল ও সমজাতীয় প্রাণীর ক্ষেত্রে মিরাকেল ক্যাটল গ্রোথ অত্যন্ত কার্যকর। গবাদি পশুর ক্যালসিয়াম, ফসফরাস,সহ অন্যান্য খনিজ উৎপাদনের অভাব পূরণে খুবই কার্যকর। গাভীর দুধের উৎপাদন বৃদ্ধি, ক্যাটল গ্রোথ, গবাদি পশুর মাংস ও ওজন বৃদ্ধি ও প্রচলন ক্ষমতা বৃদ্ধি পায়।
(১২) মিরাকেল ক্লিয়ার ভেট: সম্পূর্ণ আমেরিকান ফর্মুলায় প্রস্তুত মিরাকেল ক্লিয়ার ভেট শুধুমাত্র প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। এর ব্যবহারে প্রাণীর বদহজম, অরুচি, ক্ষুধামন্দা, পেটব্যথা ও পেট ফাঁপা অনিয়নিন গ্যাস্ট্রিক সম্পূর্ণ নির্মূল হয়।
এছাড়াও মিরাকেল এগ্রো দেশের কৃষির মূল উৎপাদন মানসম্মত বীজ উৎপাদনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। মিরাকেল লাউ বীজ, শসা,মিষ্টি কুমড়া, পেঁপে, টমেটো, তরমুজ, করলা মরিচ বীজ উৎপাদনে দেশের প্রথিতযশা কৃষিবিদদের সমন্বয়ে একটি গবেষণা সেল ছাড়াও বাছাই করা চাষীদের নিকট কন্ট্রাক্ট ফার্মিং করে বীজ সংগ্রহ করছে।
রংপুর ও দিনাজপুরে নিজস্ব ফার্মিং বীজ উৎপাদন ছাড়াও সার ও কীটনাশক উৎপাদনে অন্য নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন করতে যাচ্ছে। মাত্র চার বছর অতিক্রম করলো লুমিনাস গ্রুপ।
প্রসঙ্গত, লুমিনাস গ্রুপ একটি মাল্টি ব্র্যান্ড প্রতিষ্ঠান। যেটি মাত্র দুটি ধার করা পণ্য দিয়ে শুরু করেছিল, এখন প্রতিষ্ঠানটির ৫০টিরও অধিক নিজস্ব পণ্য রয়েছে। ইলেকট্রিক অ্যাপ্ল্যায়েন্স থেকে শুরু করে স্বাস্থ্যসেবা পণ্য এবং বিশেষ করে দেশব্যাপী কৃষিপণ্যও সরবরাহ করে থাকে প্রতিষ্ঠানটি।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.