নেহাল আহমেদ, কবি ও সাংবাদিক
Published:2025-01-27 16:52:22 BdST
বেহাত সংস্কৃতি
ইংরেজিতে 'ডিরেইল্ড লেফট' বাংলা ভাষান্তর 'নব্য পুজিঁবাদী '! এদের আচরণ বড় অদ্ভুত, ক্ষ্যাপাটে এবং বিপদজনকও বটে। শিল্প সাহিত্য সব কিছৃতেই তাদের সরব উপস্থিতি। এরা মনে করে তারা যা বোঝে দুনিয়াতে আর কেউ তা বোঝে না।
এদের গাড়ী বাড়ী চাই, সম্মানও চাই, সংস্কৃতি না বুঝলেও এরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
সম্প্রতি লক্ষ করলে দেখবেন এই সব চিন্তকরা বই বের করার প্রতি বেশ আগ্রহী হয়ে উঠছেন। সাহিত্য সম্পাদকদের কাগজ বের করার জন্য বড় ডোনেট করেন।
কেন যেন মনে হচ্ছে আমাদের সংস্কৃতি বেহাত হয়ে যাচ্ছে। সাহিত্য দখল হয়ে যাচ্ছে। প্রতি বছর হাজার হাজার বই বের হচ্ছে। এর মধ্যে কয়টা মানসম্পন্ন বই হচ্ছে? কর্পোরেট হাউজ এখন শিল্পীর স্বীকৃতি দিচ্ছে।
পুজিবাদের টাকায় তৈরি মিডিয়া হাউজ শিল্পী তৈরি করছে। লক্ষ লক্ষ টাকা খরচ না করলে অনুষ্ঠান হয় না। দান দক্ষিণার জন্য এখনো অপসংস্কৃতির মানুষের কাছে হাত পাততে হয়। পদক পাওয়ার জন্য তদবীর তদারকি ডোনেশন কত কি।
যে পুজিঁবাদ আমাদের সংস্কৃতি ধ্বংস করছে তারাই এখন সংস্কৃতির ধারক। আমাদের কি দরকার? সংস্কৃতি বান্ধব সরকার না সরকার বান্ধব সংস্কৃতি? এমন তো নয়, লক্ষ টাকা খরচ করে বই মেলার আয়োজনে হাজার টাকার বই বিক্রি হচ্ছে না। লক্ষ টাকার সাংস্কৃতিক অনুষ্ঠান করে কোন কাজেই আসছেনা।সংস্কৃতি, সাহিত্য, শিল্প যাদের জন্য তাদের কি সংযুক্ত করতে পারছে? সরকারী পৃষ্ঠপোষকতায় কে কবে শিল্পী, কবি, লেখক হয়েছে?
অবশ্য অনেক আগেই রবীন্দ্রনাথ বলেছিলেন, ‘মানুষের চিত্তস্রোত নদীর চেয়ে সামান্য জিনিস নহে। সেই চিত্তপ্রবাহ চিরকাল বাংলার ছায়াশীতল গ্রামগুলিকে অনাময় ও আনন্দিত করিয়া রাখিয়াছিল—এখন বাংলার সেই পল্লীক্রোড় হইতে বাঙালির চিত্তধারা বিক্ষিপ্ত হইয়া গেছে। তাই তাহার দেবালয় জীর্ণপ্রায়—সংস্কার করিয়া দিবার কেহ নাই, তাহার জলাশয়গুলি দূষিত—পঙ্কোদ্ধার করিবার কেহ নাই, সমৃদ্ধ ঘরের অট্টালিকাগুলি পরিত্যক্ত—সেখানে উৎসবের আনন্দধ্বনি উঠে না।
কাজেই এখন জলদানের কর্তা সরকার বাহাদুর, স্বাস্থ্যদানের কর্তা সরকার বাহাদুর, বিদ্যাদানের ব্যবস্থার জন্যও সরকার বাহাদুরের দ্বারে গলবস্ত্র হইয়া ফিরিতে হয়। যে-গাছ আপনার ফুল আপনি ফুটাইত, সে আকাশ হইতে পুষ্পবৃষ্টির জন্য তাহার সমস্ত শীর্ণ শাখাপ্রশাখা উপরে তুলিয়া দরখাস্ত জারি করিতেছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.