নেহাল আহমেদ, রাজবাড়ী
Published:2025-01-30 19:32:53 BdST
রাজবাড়ীতে শিক্ষানুরাগী মোফাজ্জেল হোসেন ট্রাস্টের উদ্যোগে বৃত্তি প্রদান
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ায় অবস্থিত আলহাজ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয় হয়েছে। শিক্ষানুরাগী মোফাজ্জেল হোসেন ট্রাস্টের উদ্যোগে এই বৃত্তি প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এই বৃত্তি প্রদান অনুষ্টানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোফাজ্জেল হোসেনের সন্তান প্রকৌশলী সাখাওয়াত হোসেন শামীম।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মুহাম্মদ কবির উদ্দিন বিশ্বাস, রাজবাড়ী লেখক পাঠক কেন্দ্রের সভাপতি কবি নেহাল আহমেদ, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইউসুফ আলী মন্ডল, সহকারী শিক্ষক শচীন্দ্রনাথ বালা, সহকারী শিক্ষক ফকির আহাম্মদ আলী খান সহ আরো অনেকে।
সাখাওয়াত হোসেন শামীম বলেন, এই বিদ্যালয়টি আমার দাদা প্রতিষ্ঠিত করে। জুনিয়র স্কুল হিসেবে বিদ্যালয়টির যাত্রা শুরু। পরে আমার বাবা মোফাজ্জেল হোসেন স্কুলটিকে উচ্চ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে উদ্যোগ গ্রহন করেন। এক পর্যায়ে এই বিদ্যালয় প্রাঙ্গনেই তিনি তার শেষ নিশ্বাস ত্যাগ করেন। তারই স্মরণে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি চলমান থাকবে।
জানা যায়, বিগত বছরের বার্ষিক পরীক্ষায় যে সকল শিক্ষার্থীরা মেধা তালিকায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় হয়ে উত্তীর্ণ হয়েছিল সেই সকল শিক্ষার্থীকে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.