February 22, 2025, 4:03 pm


অনলাইন ডেস্ক

Published:
2025-02-03 10:01:39 BdST

অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকদের সঙ্গে সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠক


অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও প্রকাশকদের সঙ্গে সরকারের গণমাধ্যম সংস্কার কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর সার্কিট হাউজ রোডের তথ্য ভবনে এই বৈঠকে সভাপতিত্ব করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ।
এছাড়াও, গণমাধ্যম সংস্কার কমিশন সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরীনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
সরকারের পট পরিবর্তনের পর দেশের গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে তিন মাস আগে এই ‘গণমাধ্যম সংস্কার কমিশন’ গঠন করে অন্তর্বর্তী সরকার।
বাংলানিউজের সম্পাদক লুৎফর রহমান হিমেল ও নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, জাগোনিউজের ভারপ্রাপ্ত সম্পাদক কে এম জিয়াউল হক, বিডিনিউজের বার্তা সম্পাদক জাহিদুল কবির, ঢাকা মেইলের নির্বাহী সম্পাদক হারুন জামিল, ঢাকা নিউজের সম্পাদক ও প্রকাশক লতিফুল বারী হামিম, এবিনিউজের সম্পাদক শাহীন চৌধুরী, ঢাকা ওয়াচের সম্পাদক সাখাওয়াত সজীব উপস্থিত ছিলেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.