মোঃ আবু কাওছার মিঠু
Published:2025-02-16 14:32:41 BdST
সিদ্ধিরগঞ্জে মসজিদ ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড স্ট্যান্ডে রাসূলুল্লাহ (সঃ) জামে মসজিদ ভেঙে ফেলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ওই মসজিদের মুসল্লী ও এলাকাবাসীরা। শুক্রবার জুম্মার নামাজ শেষে এ মানববন্ধনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন মসজিদে রাসুল (সা:) জামে মসজিদের খতিব মুফতি হাফেজ মাওলানা হাসান মুরাদ, এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ডেমরা থানা শাখায় যুগ্ন আহবায়ক কেফায়েত উল্লাহ,
মুখ্য সংগঠক জুয়েল হোসেন (ইয়াসিন), মুসলিম নগর সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন সভাপতি আশরাফুল আলম, ঢাকা ফ্রেন্ড ক্লাবের সভাপতি, সজল মোল্লা, নবজাগরণ ছাত্র সংঘ সভাপতি মোহাম্মদ মুহিবুল্লাহসহ কয়েকশত ধর্মপ্রাণ মানুষ।
এসময় বক্তারা বলেন, সাইনবোর্ড স্ট্যান্ডে এলাকাবাসী ও যাত্রীদের নামাজ আদায়ের জন্য মসজিদে রাসুলুল্লাহ সঃ এলাকাবাসীর সহযোগিতার নির্মাণ করা হয়েছে। মসজিদটি ভেঙে মসজিদ পরিচালনা কমিটিকে হুমকি দিচ্ছে শিমড়াইল ট্রাফিক ক্যাম্পের ইন্সপেক্টর আবু নাইম। এছাড়া এলাকাবাসী ও মুসল্লীরা টিআই আবু নাইমের বিরুদ্ধে চাদাবাজিসহ বিভিন্ন অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
পাশাপাশি আল্লাহর ঘর মসজিদকে নিয়ে ষড়যন্ত্র করলে এর ফল ভালো হবে না বলেও জানান বক্তারা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.