February 22, 2025, 2:45 am


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-02-20 13:25:51 BdST

চরআত্রা আজিজিয়া স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন মুন্সি সরওয়ার আলম


শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরআত্রা আজিজিয়া স্কুল এন্ড কলেজের নিয়মিত পরিচালনা কমিটি গঠনের জন্য এডহক কমিটির অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা।

মঙ্গলবার অনুমোদিত তিন সদস্যের এই এডহক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজসেবক মুন্সি সরওয়ার আলম । এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য হলেন মোঃ কামরুজ্জামান ও অভিভাবক সদস্য হিসেবে সুলতান মোহাম্মদ সানাউল্লাহ।
এডহকের কমিটিটির অনুমোদনের মেয়াদ ৬ মাস। অত্র সময়ের মধ্যেই গঠন করতে হবে নিয়মিত পরিচালনা কমিটি।

এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মুন্সি সরওয়ার বলেন, আমাকে অত্র প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি নির্বাচিত করায় আন্তরিকভাবে ধন্যবাদ জানাই শরীয়তপুর ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরন ও নড়িয়া উপজেলা বিএনপির সভাপতি মুন্সি সামছুল আলম দাদন ভাই সহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দকে।

তিনি আরো বলেন, এই প্রতিষ্ঠানটি আমার দাদা আমার বাবা এবং আমার চাচা এই বিদ্যালয়টি পরিচালনা করে গেছেন। তাই তাদের উত্তরাধিকার হয়ে আমিও এই ভাবে কাজ করে যেতে চাই এবং বিদ্যালয়ের সার্বিক কল্যাণ, শিক্ষার্থীদের চাওয়া পাওয়া পূর্ণতা দান করার চেষ্টা করবো, শিক্ষকদের চাহিদা ও বৈষম্য দূর করবো। এই জন্য সকলের কাছে দোয়া ও সহযোগী চাই।

এদিকে চরআত্রা আজিজিয়া স্কুল এন্ড কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, চরআত্রা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল গনি সিয়াম, চরআত্রা ইউনিয়ন যুবদল নেতা আতিকুজ্জামান মুন্সি সহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীসহ বিভিন্ন মহল।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.