এফ টি রিপোর্ট
Published:2025-02-24 17:41:33 BdST
গণমাধ্যমে সন্মানিত হলেন হীড বাংলাদেশের আনোয়ার হোসেন
২৩ ফেব্রয়ারী চ্যানেল এস টিভির লিডারশীপ অনুষ্ঠানে অংশগ্রহন শেষে সন্মাননায় ভূষিত হলেন আনোয়ার হোসেন। দেশের জনপ্রিয় এআই বেইজ স্যাটেলাইট চ্যানেল এস এর নিয়মিত আয়োজন টকশো লিডারশীপ অনুষ্ঠানের সেগুনবাগিচা স্টুডিওতে অতিথি হিসেবে এসেছিলেন হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক ও এডাব এর চেয়ারম্যান আনোয়ার হোসেন। উন্নয়নমূলক আয়োজনে কথা বলেছেন দেশের উন্নয়ন অর্থনীতি,এনজিও সেক্টরের সংস্কার, দারিদ্র্য বিমোচন সহ নানা বিষয়ে। অনুষ্ঠান শেষে মানবিক বেসরকারি প্রতিষ্ঠান হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন কে তার দৃঢ় নেতৃত্বের কারনে বিশেষ সন্মান জানান চ্যানেল এস কতৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন টকশো সঞ্চালক গণমাধ্যম ব্যক্তিত্ব সাংবাদিক নবুয়াত রহমান,অনুষ্ঠান পরিচালক মাহবুবুর রহমান ইমন, প্রোগ্রাম কো-অর্ডিনেটর সুস্মিতা দাস, ব্যবস্থাপক সজিবুল হক। ১৯৭৪ সাল হতে স্বাধীন বাংলাদেশে হীড বাংলাদেশ তাদের কার্যক্রম শুরু করে। ২০২৪ সালে সংস্থাটি ৫০ বছর পুর্তি করেছে।
২০১১ সাল হতে আনোয়ার হোসেন হীড বাংলাদেশের সাথে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক এবং এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশের চেয়ারম্যান। নবুয়াত রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানটি চ্যানেল এস টিভিতে
সম্প্রচারিত হবে ২৫ ফেব্রুয়ারী সন্ধ্যা ৬:৩০ মিনিটে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.