February 25, 2025, 6:54 pm


এফ টি রিপোর্ট

Published:
2025-02-25 15:56:23 BdST

আইবিএফ এর রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম-সাময়িক বিষয়াবলী সম্পর্কে বর্তমান প্রজন্মকে সচেতন করার লক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে রচনা প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) আইবিএফ প্রধান কার্যালয় অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র পরিচালক মো: আব্দুল জলিলের সভাপতিত্বে বক্তব্য দেন আইবিএফ নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, আইবিএফ এর নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মাদ আলী। শুভেচ্ছা বক্তব্য দেন আইবিএফ এর জিএম ফায়জুল কবির। বিজয়ী প্রতিযোগীদের মধ্য ড. রিয়াজুল ইসলাম ও ড. মাহমুদ আহমেদ বক্তব্য দেন।
রচনা প্রতিযোগিতা দেশব্যাপী ব্যাপক সাড়া ফেলে এবং ৪টি গ্রুপে প্রায় দুই হাজার পাঁচ শত প্রতিযোগীর রচনা জমা পড়ে। প্রাপ্ত রচনাসমূহ বিশেষজ্ঞ কর্তৃক যাচাই-বাচাইয়ের মাধ্যমে ৪টি গ্রুপের মোট ৪০ জন বিজয়ীদের তালিকা অনলাইনে প্রকাশ করা হয় পথম পুরস্কার ৫০ হাজার, ২য় পুরস্কার ৪০ হাজার, ৩য় পুরস্কার ৩০ হাজার টাকা সহ ৪০ জন বিজয়ীকে চেক ও সার্টিফিকেট প্রদান করা হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.