March 1, 2025, 5:11 pm


অনলাইন ডেস্ক

Published:
2025-03-01 13:58:47 BdST

যুক্তরাষ্ট্রের ১৪ গভর্নর ট্রাম্পকেই দুষলেন


ইউক্রেনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের ১৪ ডেমোক্র্যাটিক গভর্নর। শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়ে উদ্ভূত পরিস্থিতিতে তারা কিয়েভের পক্ষে অবস্থান নেন।


আল জাজিরার শনিবারের (১ মার্চ) প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ১৪ ডেমোক্র্যাটিক গভর্নর যৌথ বিবৃতি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পক্ষে দাঁড়ান। বৈঠকে উত্তেজনার জন্য তারা ট্রাম্পকেই দোষারোপ করেন।
গভর্নররা বলেছেন, ভ্লাদিমির পুতিনের কথা বিশ্বাস না করার জন্যই জেলেনস্কিকে তিরস্কার করেছেন ট্রাম্প ও ভ্যান্স। আর এ কাজের জন্য ওভাল অফিস ব্যবহার করেছেন রিপাবলিকান দলের ক্ষমতাসীনরা।


বিবৃতিতে আরও বলা হয়, রাশিয়ার আক্রমণের পর জেলেনস্কি তার জাতির জন্য এবং তার জনগণের স্বাধীনতার জন্য লড়াই করছেন। তার কাজকে ক্ষুণ্ন করার পরিবর্তে বিশ্ব মঞ্চে আমেরিকানদের শক্তিশালী গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষা করতে হবে।
ডেমোক্র্যাটিক পার্টির অর্ধেকেরও বেশি গভর্নর বিবৃতিতে স্বাক্ষর করেছেন। তাদের মধ্যে রয়েছেন কেন্টাকির অ্যান্ডি বেশিয়ার, নিউ ইয়র্কের ক্যাথি হোচুল, পেনসিলভানিয়ার জশ শাপিরো, মিনেসোটার টিম ওয়ালজ এবং মিশিগানের গ্রেচেন হুইটমার।
প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইউক্রেন যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসের ওভাল অফিসে ওই বৈঠক চলাকালে এ ঘটনা ঘটে।


এ ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, যখন জেলেনস্কি শান্তির জন্য প্রস্তুত হবেন, তখন হোয়াইট হাউসে আসতে পারেন। মার্কিন প্রেসিডেন্ট দপ্তরের কর্মকর্তাদের বরাতে সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট- ইউক্রেনের প্রেসিডেন্টের যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়েছে।
বৈঠকের মূল উদ্দেশ্য ছিল ইউক্রেনের খনিজ সম্পদের ওপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে একটি চুক্তি স্বাক্ষর করা। তবে বৈঠকে দুই নেতার মধ্যে মতবিরোধ এতটাই বেড়ে যায় যে চুক্তি সই না করেই বৈঠক শেষ হয়।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.