April 6, 2025, 2:59 am


অনলাইন ডেস্ক

Published:
2025-04-05 10:34:14 BdST

ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ, মহাসড়কে পরিবহনের চাপ


টানা নয় দিনের ছুটি শেষে রোববার খুলছে সরকারি অফিসসহ অন্যান্য প্রতিষ্ঠান। গতকাল শুক্রবার থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার কর্মজীবীরা।


তবে শনিবার যাত্রী এবং পরিবহনের ভিড় বেড়েছে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে।
শনিবার (৫ এপ্রিল) সকাল থেকেই এক্সপ্রেসওয়ে ঢাকাগামী দূরপাল্লার পরিবহনের চাপ দেখা যাচ্ছে। এছাড়াও এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে গাড়ির জন্য যাত্রীদের দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। ভাঙ্গা-ঢাকা এবং শিবচর-ঢাকাগামী লোকাল বাসে যাত্রীদের বেশ ভিড় রয়েছে সকাল থেকেই।

এছাড়াও ইজিবাইক, ভ্যান, মাহিন্দ্রা, সিএনজিসহ থ্রি-হুইলারের ব্যস্ততাও বেড়েছে। বিভিন্ন গ্রাম থেকে মহাসড়কের বিভিন্ন যাত্রী ছাউনিতে থ্রি-হুইলারে এসে নামছেন যাত্রীরা।

সরেজমিনে শনিবার সকালে মহাসড়ক ঘুরে দেখা গেছে, রাজধানীগামী পরিবহনের প্রচুর চাপ। একের পর এক পরিবহন ছুটে চলছে ঢাকামুখী। রয়েছে প্রাইভেটকার, মাইক্রোবাস এবং মোটরসাইকেলের চাপও।

ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকার যাত্রাবাড়ী পর্যন্ত পথের দূরত্ব প্রায় ৯৫ কিলোমিটার। মাঝে রয়েছে পদ্মা সেতু। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা দূরপাল্লার পরিবহনগুলোর মাদারীপুরের টেকেরহাট, বরইতলা, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় এসে কিছুটা যানজটের কবলে পড়তে হচ্ছে। পরিবহনের বাড়তি চাপ থাকায় পদ্মা সেতুর জাজিরা টোলপ্লাজায় বেশ কিছুক্ষণ থামতে হচ্ছে। এছাড়া মহাসড়কের কোথাও তেমন কোনো বিড়ম্বনা নেই বলে পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এছাড়াও ভাঙ্গা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া প্রচেষ্টা, স্বাধীন, বসুমতি, ইলিশ, শিবচর থেকে আসা আনন্দ, সদরপুর, মুকসুদপুর, শরীয়তপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসা লোকালবাসগুলো মহাসড়কের বিভিন্ন স্টপেজে থামছে। ফলে স্টেপজগুলোতে যানবাহন ও যাত্রীদের বেশ জটলা দেখা গেছে।

ঢাকাগামী যাত্রী ইয়াসমিন আক্তার বলেন, যাত্রী ছাউনিতে আধাঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। বাসে ভিড় অনেক। সিট খালি নাই।

মোশাররফ হোসেন নামের আরেক যাত্রী বলেন, আজ ভোর থেকেই যাত্রীদের অনেক ভিড়। ভাঙ্গা থেকে ছেড়ে আসা বাসগুলোর বেশির ভাগই যাত্রীতে পূর্ণ। দাঁড়িয়েও যাচ্ছে অনেকে।

শিবচর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ফের মহাসড়কে যানবাহনের ব্যস্ততা বেড়েছে। হাইওয়ে পুলিশের নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল অব্যাহত রয়েছে। অতিরিক্ত গতির কারণে দেওয়া হচ্ছে মামলাও। এছাড়া বিভিন্ন স্ট্যান্ডে গাড়ির জটলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাইওয়ে পুলিশের টিম রয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, ঢাকামুখি যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে। মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশ রয়েছেন। সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন আমাদের টিম।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.