May 10, 2025, 8:26 pm


নিজস্ব প্রতিবেদক

Published:
2025-05-10 16:57:29 BdST

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক রোববাররাশেদ মাকসুদের অপসারণের দাবি জানালেন বিনিয়োগকারীরা


বাংলাদেশ পুঁজিবাজারের উন্নয়ন এবং বর্তমান অবস্থার পর্যালোচনার জন্য রোববার (১১ মে) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

এই বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের অযোগ্যতা তুলে ধরে তার অপসারণের দাবি জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারীরা।

শনিবার (১০ মে) ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশনের (বিসিএমআইএ) নেতারা এই দাবি জানান।

তারা বলেন, প্রধান উপদেষ্টার বৈঠকে যদি শেয়ারবাজারের সমস্যা এবং উন্নয়নের বিষয়ে আলোচনার জন্য স্টেকহোল্ডারদের মধ্যে বিনিয়োগকারীদের প্রতিনিধিত্ব না থাকে, তবে বৈঠকটি ফলপ্রসূ হবে না।

বিনিয়োগকারীদের দাবি, শেয়ারবাজারের প্রকৃত সমস্যাগুলো বোঝেন এমন কেউ বৈঠকে উপস্থিত থাকবেন না, কারণ বৈঠকে শুধু তাদেরই রাখা হয়েছে, যারা সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারেন না।

তারা আরও জানান, বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদ দায়িত্ব গ্রহণের পর থেকেই শেয়ারবাজারের পতন অব্যাহত রয়েছে, যা তার অযোগ্য নেতৃত্বের ফলস্বরূপ।

বিনিয়োগকারীরা অভিযোগ করেন, অর্থ উপদেষ্টা তার আত্মীয় হওয়ায় রাশেদ মাকসুদকে অপসারণ করছেন না এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীও তাকে সমর্থন দিচ্ছেন। ফলে, এই পরিস্থিতিতে শেয়ারবাজারের উন্নয়নের জন্য অনুষ্ঠিত বৈঠকটি যথাযথভাবে ফলপ্রসূ হবে না, এমনটাই তাদের বিশ্বাস।

বিসিএমআইএ নেতারা আরও জানান, রাশেদ মাকসুদ শেয়ারবাজার সম্পর্কে যথেষ্ট জানেন না এবং এটি শুধুমাত্র সাধারণ বিনিয়োগকারীদের নয়, বরং সাবেক বিএসইসি চেয়ারম্যানসহ অন্যান্য স্টেকহোল্ডারদেরও মত। তাদের মতে, মাকসুদের অপসারণ করা অত্যন্ত প্রয়োজনীয়।

বিনিয়োগকারীরা আশা করছেন, প্রধান উপদেষ্টা তার বৈঠকে শেয়ারবাজারের সঠিক উন্নয়ন ও শক্তিশালীকরণের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.