December 23, 2025, 6:37 pm


S M Fatin Shadab

Published:
2025-12-23 16:27:37 BdST

বংশালে ১৪ তলা ভবনে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে


পুরান ঢাকার বংশালের আরমানিটোলায় ১৪ তলা ভবনের ছয় তলায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ মঙ্গলবার সকাল ছয়টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, হাজী টাওয়ারের ১৪ তলা ভবনের ছয় তালায় আগুন লাগার খবর পেয়ে পর্যায়ক্রমে ৯টি ইউনিট ঘটনাস্থলে যায়। সকাল ৮ টা ১০মিনিটে  আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে। এতে কেউ হতাহত হয়নি।

বাণিজ্যিক ভবনটির উপরে রয়েছে আবাসিক ভবন। ফায়ার সার্ভিস কর্মীরা বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে নিচে নামিয়ে আনে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.