December 25, 2025, 9:02 pm


কূটনৈতিক প্রতিবেদক

Published:
2025-12-25 18:35:12 BdST

টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে সারাহ কুকের বড়দিন উদযাপন


টাঙ্গাইলের ঐতিহ্যবাহী শাড়ি পরে বড়দিন উদযাপন করছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক।

বৃহস্পতিবার এক বার্তায় এই তথ্য জানায় ঢাকার ব্রিটিশ হাইকমিশন।

বার্তায় বলা হয়, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক সত্যিকারের বাংলাদেশি স্টাইলে বড়দিন উদযাপন করছেন। তিনি টাঙ্গাইলের তাঁতের শাড়ি পরেছেন, যা সম্প্রতি ইউনেস্কো কর্তৃক বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।

ঢাকার ব্রিটিশ হাইকমিশনের ভিডিও বার্তায় দেখা যায়, ব্রিটিশ হাইকমিশনার টাঙ্গাইলের তাঁতের শাড়ি বুনন শিল্প প্রত্যক্ষ করছেন। একই সঙ্গে একটি তাঁতের শাড়ি পরে বড়দিনের শুভেচ্ছা জানান।

এদিকে, বড়দিন উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছে ঢাকার বিভিন্ন দূতাবাস। বড়দিনের শুভেচ্ছা জানিয়েছে ফ্রান্স, জার্মান, সুইডেন, কানাডা, চীন, ভারত প্রভৃতি দেশ।

ঢাকার চীনা দূতাবাস বড়দিনের বার্তায় বলেছে, শান্তি ও ভ্রাতৃত্বের আহ্বানে গড়ে উঠুক এক সুন্দর পৃথিবী। শুভ বড়দিন!

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.