শাহীন আবদুল বারী
Published:2025-12-29 23:32:15 BdST
১৭ বছর পর নয়াপল্টনে দীর্ঘ সময় অফিস করলেন তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দীর্ঘ সতেরো বছর পর– দলীয় নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ সোমবার বিকেলে (২৯ ডিসেম্বর ২০২৫) রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে তাঁর প্রথম আগমন। অতঃপর সাড়ে ৩ ঘন্টা অফিস করেছেন তিনি। পুরোটা সময় জুড়ে ব্যস্ত সময় পার করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
এর আগে বেলা ৩টায় তারেক রহমান গুলশান এভিনিউ’র বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্য রওনা করেন।
বিএনপি’র নয়াপল্টন কার্যালয়ে তারেক রহমান বিকাল ৪টায় এসে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত-সহ কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান গাড়ি থেকে নেমে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন এবং দোতলার বারান্দায় দাঁড়িয়ে উপস্থিত সবার সাথে শুভেচ্ছা বিনিময়পর্ব শেষ করেন। এরপর কার্যালয়ের দোতলায় নিজের জন্য নির্ধারিত কক্ষে গিয়ে বসেন। কেন্দ্রীয় কার্যালয়ের দোতলায় দলের চেয়ারপার্সনের কক্ষের পাশেই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের চেম্বার তৈরি করা হয়েছে।
এদিকে, বিএনপি’র কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপন, বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, হাবিবুন্নবী খান সোহেল, এম রশিদুজ্জামান মিল্লাত, কাজী সায়েদুল আলম বাবুল, ডা. রফিকুল ইসলাম, আফরোজা আব্বাস, ডা. পারভেজ রেজা কাঁকন, আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, আসাদুল করীম শাহীন, মনির হোসেন, মাহমুদুর রহমান সুমন, মুনায়েম মুন্না, হাবিবুর রশিদ হাবিব, রফিক সিকদার, আবদুস সাত্তার পাটোয়ারী, তারিকুল আলম তেনজিং, তানভীর আহমেদ রবিন, মোঃ নবীউল্লাহ নবী, রাকিবুল ইসলাম রাকিব ও নাছির উদ্দীন নাছির, ইয়াছিন আলী এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন– আবদুল লতিফ জনি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, আতিকুর রহমান রুমন, মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী, ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. আনম মনোয়ারুল কাদির বিটু, আব্দুর রহমান সানী, শায়রুল কবির খান ও জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে ১৭ বছর পর দেশে ফিরেন তারেক রহমান। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সুপ্রিম কোর্টের জামিন নিয়ে স্বপরিবারে লন্ডন যান। সরকারের নিষেধাজ্ঞার কারণে দেশে ফিরতে পারেননি তিনি এবং তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।▫️
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
