December 31, 2025, 4:23 am


বিশেষ প্রতিবেদক

Published:
2025-12-31 01:21:28 BdST

খালেদা জিয়ার মৃত্যুতে শেখ হাসিনার শোক


বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

আজ মঙ্গলবার আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে তাঁর পক্ষ থেকে একটি শোকবার্তা প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় বলা হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তাঁর অবদান অপরিসীম। তাঁর মৃত্যুতে বাংলাদেশের বর্তমান রাজনীতি এবং বিএনপির নেতৃত্বের এক অপূরণীয় ক্ষতি হলো।’

শেখ হাসিনা বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে ‘আপসহীন নেত্রী’ হিসেবে খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পাঁচবারের সংসদ সদস্য ও তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তাঁর দীর্ঘ রাজনৈতিক যাত্রা বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

উক্ত পোষ্টে শেখ হাসিনা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেছেন। এসময় তিনি খালেদা জিয়ার ছেলে তারেক রহমান ও পরিবারের অন্যান‍্য শোকাহত সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

শেখ হাসিনা বিএনপির এই চরম সংকটময় মুহূর্তে দলটির সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকদের প্রতিও আন্তরিক সমবেদনা ও সহমর্মিতা জানিয়েছেন।

শোকবার্তার শেষ অংশে শেখ হাসিনা বলেন, ‘আমি আশা করি মহান রাব্বুল আলামীন তাঁদের ধৈর্য ও কঠিন সময় মোকাবিলার শক্তি দেবেন।’

এদিকে খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ভেরিফায়েড ফেসবুক পেজেও একটি পোস্ট দেওয়া হয়েছে। তিনিও খালেদা জিয়ার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

গত বছরের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া ও শেখ হাসিনার প্রতিদ্বন্দ্বীতা বহু পুরোনো।

এই দুই নেত্রী বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে ৩০ বছরই প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এক সময় বিদেশি গণমাধ্যমে তাদের প্রতিদ্বন্দ্বীতাকে ‘দুই বেগমের যুদ্ধ’ বা ‘ব্যাটল অব দ্য টু বেগমস’ হিসেবে উল্লেখ করা হতো।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.