নিজস্ব প্রতিবেদক
Published:2025-12-31 11:09:46 BdST
বিদায়বেলায় মায়ের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ তার বড় ছেলে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসভবনে রাখা হয়েছে। সেখানে মরদেহের পাশে বসে কোরআন তেলাওয়াত করছেন তারেক রহমান।
আজ বুধবার সকাল ১০টা ২৭ মিনিটে বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে তারেক রহমানের একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে তাকে কোরআন তিলাওয়াত করতে দেখা গেছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সকাল পৌঁনে ৯টার দিকে তার মরদেহবাহী অ্যাম্বুলেন্স এভারকেয়ার হাসপাতাল থেকে রওনা দেয়। সকাল সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের গুলশানের ১৯৬ নম্বর বাড়িটিতে পৌঁছায় বেগম খালেদা জিয়ার মরদেহ।
তারেক রহমানের বাসভবনে বেগম খালেদা জিয়ার মরদেহে তার আত্মীয়-স্বজনরা শ্রদ্ধা জানাচ্ছেন। এছাড়া দলের জ্যেষ্ঠ কয়েকজন নেতাও বাসাটিতে প্রবেশ করেছেন।
বিএনপি সূত্রে জানা গেছে, ওই বাড়িতে কিছুক্ষণ রাখার পর বেগম খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হবে। দুপুর ২টায় সেখান তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে জিয়া উদ্যানে তার স্বামী, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বেগম খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন।
৭৯ বছরের অর্জনপূর্ণ জীবনের অবসানেও বেগম খালেদা জিয়ার জন্য শোকস্তব্ধ বাংলাদেশ। শুধু কর্মী-সমর্থক নন, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী-প্রতিযোগী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
