কূটনৈতিক প্রতিবেদক
Published:2026-01-01 06:18:22 BdST
তারেক রহমানের হাতে শোকবার্তা দিলেন নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।
বিএনপির মিডিয়া সেল জানায়, ‘গণতন্ত্রের মা’, ‘সাহস ও সংগ্রামের প্রতীক’ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অঙ্গীকারাবদ্ধ আপসহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ নেপাল ও ভুটান।
বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা হস্তান্তর করেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা এবং ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।
উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর ৬টায় বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তারেক রহমান এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন দুই দেশের মন্ত্রীগন।
এর আগে, খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে বুধবার দুপুরে ঢাকায় আসেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল।
বুধবার বিকাল ৩টার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব আবদুল মালেকের ইমামতিতে মানিক মিয়া অ্যাভিনিউ ঘিরে জাতীয় সংসদ এলাকা ও এর আশপাশের এলাকা জুড়ে লক্ষ লক্ষ মানুষের অংশগ্রহণে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়।
পরে যথাযোগ্য রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে গার্ড অব অনার প্রদান করে তিন বাহিনীর সদস্যরা। এরপর বিকেল ৪টা ৪০ মিনিটে জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে বেগম খালেদা জিয়াকে চির নিদ্রায় শায়িত করা হয়।
দাফন সম্পন্ন হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিন বাহিনীর প্রধান এবং উপদেষ্টা পরিষদের সদস্যরা বেগম জিয়ার সমাধিতে পুস্পস্তবক প্রদান করেন।
সবশেষে জন্মদাত্রী মা বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন তারেক রহমান এবং জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা। এসময় সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
বাংলাদেশের রাজনীতিতে ঐক্যের প্রতীক এবং দেশের আপামর জনগণের আশাভরসার শেষ আশ্রয়স্থল বেগম খালেদা জিয়ার অকাল প্রয়ানে আজ গোটা জাতি শোকাভিভূত।
তীব্র শীত উপেক্ষা করে মানিক মিয়া অ্যাভিনিউতে উপস্থিত লাখো জনতা, বিএনপির সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক, অনুসারী এবং অসংখ্য গুনগ্রাহী পড়ন্ত বিকেলের গোধূলিলগ্নে অশ্রুসিক্ত নয়নে বিনম্র শ্রদ্ধা এবং গভীর ভালোবাসা নিবেদন করে ভারাক্রান্ত হৃদয়ে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে শেষ বিদায় জানান।
চোখের পানি ফেলে তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান রাব্বুল আলামীনের দরবারে দুই হাত তুলে দোয়া করেন। এসময় বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে বিএনপির নেতাকর্মীদের অঝোর কান্নার দৃশ্য আবেগঘন এক পরিস্থিতির সৃষ্টি করে যা উপস্থিত সকলের হৃদয় ছুয়ে যায়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
