শাহীন আবদুল বারী
Published:2026-01-01 06:31:08 BdST
বেগম জিয়ার জানাজায় নিহত নিরব হোসেনের পরিবারের পাশে তারেক রহমান
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মানিক মিয়া এভিনিউয়ে মৃত্যুবরণ করেন জুলাই যোদ্ধা তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিরব হোসেন।
জন্মদাত্রী মা বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন করার পর ভারাক্রান্ত হৃদয়ে দোয়া করার ফাঁকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মর্মান্তিক এই মৃত্যুর খবর পেয়ে শোকে বিহব্বল হয়ে পড়েন।
পরে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বুধবার রাতেই ভুক্তভোগীর মোহাম্মদপুর হাউজিং সোসাইটির বাসায় ছুটে যান দলের স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক এবং ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর সহ সভাপতি ডা. পারভেজ রেজা কাকন।
এসময় তিনি মরহুমের দুই ভাই মুসফিকুর ও বাহাদুরের সঙ্গে কথা বলেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারেক রহমানের গভীর সহানুভূতি পৌঁছে দেন।
ডা. পারভেজ রেজা জানান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন মারা যান। জানাজায় মানুষের প্রচণ্ড ভিড় ছিল।
এসময় আরও উপস্থিত ছিলেন, ড্যাব-এর সহ সভাপতি ডা. একেএম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ডা. রাসেল হোসেন, জোবায়েল আলম পাভেল ও রাকিব হোসেন।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, নিরব হোসেনের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.
