January 12, 2026, 6:57 pm


S M Fatin Shadab

Published:
2026-01-12 15:36:52 BdST

আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা: মির্জা ফখরুল


আমাদের ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১২ জানুয়ারি) ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে বিতর্কের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান জড়িয়ে থাকে। আমাদের একজন ক্রিকেটারকে অপমান করা মানে দেশকে অপমান করা।

এ সময় তিনি ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত থাকলেও ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে দ্রুত মিটিয়ে ফেলার পরামর্শ দেন।উল্লেখ্য, ভারত সরকারের অনুমোদন নিয়েই আইপিএল কর্তৃপক্ষ বাংলাদেশি ক্রিকেটারদের নিলামে তোলে। সেই নিলাম থেকেই ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। তবে ভারতের কট্টরপন্থিদের চাপের মুখে বিসিসিআইয়ের নির্দেশে পরে কলকাতা মোস্তাফিজকে ছেড়ে দেয়।

এ ঘটনার পর ভারত সফরে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিসিবি। সংস্থাটি আইসিসিকে জানায়, নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে আগ্রহী নয় এবং সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের অনুরোধ জানায়। তবে এ বিষয়ে আইসিসি এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.