January 24, 2026, 6:41 pm


S M Fatin Shadab

Published:
2026-01-24 15:30:13 BdST

খালেদা জিয়ার স্মরণে ইউসিএসআই ইউনিভার্সিটির শোকসভা


বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ ব্রাঞ্চ ক্যাম্পাসে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি ইউনিভার্সিটির বনানী ক্যাম্পাসের হলরুমে এ শোকসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ, লেখক-গবেষক প্রফেসর ড. মাহবুব উল্লাহ।

ফ্যাকাল্টি অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ডিজটাল ইনোভেশন-এর ডিন প্রফেসর ড. সৈয়দ আখতার হোসেনের সভাপতিত্বে শোকসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক, অধিকারকর্মী শামসুল আলম লিটন ও ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট আনিজা পারভিন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরে স্মৃতিচারণ করেন ইউসিএসআই ইউনিভার্সিটির ডেপুটি ডিরেক্টর অবসরপ্রাপ্ত মেজর এনামুল করিম।

আয়োজনে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। তার সম্মানে দাঁড়িয়ে এক মিনিট নীরবতাও পালন করা হয়েছে।

খালেদা জিয়ার ‘আপসহীন ও দেশনেত্রীর’ উপাধি পাওয়ার প্রেক্ষাপট তুলে ধরে ড. মাহবুব উল্লাহ বলেন, দেশ ও জনগণের স্বার্থে তিনি সর্বদা ছিলেন অবিচল। তিনি সবসময় বিশ্বাস করতেন দেশের বাইরে আমাদের বন্ধু আছে কোন প্রভু নেই।

বিশেষ অতিথির বক্তব্যে শামসুল আলম লিটন বলেন, বেগম খালেদা জিয়া একজন আদর্শিক নেতৃত্বের সবকিছুই লালন করেছেন আজীবন।

আনিজা পারভিন জানান, নারীর উন্নয়ন ও তাদের শিক্ষায় খালেদা জিয়ার যুগান্তকারী পদক্ষেপের ফলে নারীরা আজ শিক্ষায়, গবেষণায় যথাযথ জায়গা করে নিতে পারছেন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.