January 28, 2026, 11:34 pm


শাহীন আবদুল বারী

Published:
2026-01-28 21:23:02 BdST

টাঙ্গাইলে ভোটারদের টাকা দেওয়ার সময় তোপের মুখে জামায়াত নেতা


টাঙ্গাইলের ভূঞাপুরে গণসংযোগকালে জামায়াতের প্রার্থীকে দাড়িপাল্লায় ভোট দেয়ার জন্য ভোটারদের মধ্যে নগদ অর্থ বিতরণের অভিযোগে স্থানীয় জনতার ক্ষোভের মুখে পড়েছেন এক জামায়াত নেতা।

বুধবার উপজেলার অর্জুনা ইউনিয়নের জগৎপুরা এলাকায় এই ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম কাজী নূরুল ইসলাম। তিনি ভূঞাপুর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক এবং উপজেলা জামায়াতের একজন সক্রিয় নেতা। 

স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে প্রভাব বিস্তারের উদ্দেশ্যে জামায়াতের নেতাকর্মীরা ভোটারদের অর্থ দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ জনতা তাদের ঘিরে ধরে প্রতিবাদ জানায়। 

একাধিক প্রত্যক্ষদর্শী এই প্রতিবেদককে বলেন, জগৎপুরা এলাকায় গণসংযোগকালে দাড়িপাল্লা মার্কায় ভোট দেয়ার জন্য টাকা দেয়ার সময় স্থানীয়রা বিক্ষুব্ধ হয়ে কাজী নূরুল ইসলামকে তিরস্কার করেন। এসময় তার সঙ্গে উপজেলা জামায়াত ইসলামীর সাংগঠনিক সম্পাদক রবিউল আলমসহ আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এদিকে, টাকা দেয়ার এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ধারন করেন স্থানীয় কয়েকজন যুবক।

ধারন করা ঐ ভিডিওতে দেখা যাচ্ছে, কয়েকজন ব্যাক্তি পাঁচশ এক হাজার টাকার নোট দেখাচ্ছেন। টাকা দেখিয়ে তারা দাবী করছেন, ভোটের জন্য এই টাকা জামায়াতের নেতাকর্মীরা তাদের বিতরণ করেছেন।

এদিকে, এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিকেলে ভূঞাপুর প্রেসক্লাবে জরুরী সংবাদ সম্মেলন করেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর- গোপালপুর) আসনের জামায়াতের প্রার্থী মাওলানা হুমায়ুন কবির।

তিনি বলেন, ভোট চাইতে দলের নেতাকর্মীরা অর্জুনা এলাকায় যায়। এসময় বিএনপির নেতাকর্মীরা নিজেদের পকেট থেকে টাকা বের করে এই ঘটনা ঘটিয়ে জামায়াতের উপর দোষ চাপাচ্ছে। এই অপপ্রচারের নিন্দা জানাই। এই ঘটনাসহ নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

এই ঘটনার প্রতিবাদে বিকেলে জামায়াতের নেতাকর্মীরা বিকেলে ভূঞাপুর বাসস্ট্যান্ড মসজিদের সামনে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তির দাবী করেছেন।

এর আগে, ভাইরাল হওয়া ভিডিওর জের ধরে জামায়াত নেতা রবিউল আলম তালুকদার বাদী হয়ে কয়েকজনের নামে থানায় মামলা দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, উপজেলার জগৎপুরা এলাকায় ভোট চাইতে গেলে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাঁদের বাধা দেয়। এসময় অভিযুক্তরা ভোটারদের মাঝে টাকা বিতরণের মিথ্যা অভিযোগ তুলে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা ভুক্তভোগীদের মারধর করে গলায় থাকা মাফলার টেনে হিঁচড়ে ফেলে দেয় এবং সঙ্গে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। হামলার সময় তাঁদের সঙ্গীদের ওপরও আক্রমণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.