FT Online
Published:2019-06-25 23:55:15 BdST
ক্রিকেট বিশ্বকাপ ২০১৯: 'সাকিব সর্বকালের সেরা অলরাউন্ডারদের তালিকায়'- মাইক হাসি
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসি বলেছেন সাকিব এখন বিশ্বসেরাদের কাতারে
বাংলাদেশ ক্রিকেটের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান, অন্তত পরিসংখ্যান তাই বলে।
ব্যাটে ও বলে সাকিব আল হাসান তিন ফরম্যাটেই বাংলাদেশ ক্রিকেট দলকে সার্ভিস দিয়ে যাচ্ছেন।
তবে এই বিশ্বকাপে প্রশ্ন উঠেছে, সাকিব আল হাসান কি বিশ্বসেরা কিংবদন্তী অলরাউন্ডারদের তালিকায় ঢুকে গেছেন?
অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার মাইক হাসির উত্তর, "অবশ্যই।"
মাগুরায় নিজ বাড়ির সামনে সাকিব আল হাসান
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে হাসি বলেছেন, "সাকিব আল হাসান এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডারদের তালিকায় চলে এসেছেন। এই বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান।"
"কেউ অস্বীকার বা দ্বিমত করতে পারবে না যে এখন পর্যন্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার সাকিব।"
সাকিব আল হাসানকে খানিকটা অবমূল্যায়ন করা হয়েছে অনেক সময়, কিন্তু এই বিশ্বকাপে সেই ধারণা বদলে দিয়েছেন তিনি নিজেই।
একই বিশ্বকাপে ৪০০ রান ও ১০ উইকেট নেয়া একমাত্র ক্রিকেটার সাকিব আল হাসান।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.