Siyam Hoque
Published:2020-03-05 18:01:53 BdST
শাহজালালে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কোটি টাকা মূল্যের দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণসহ শেখ সাদিক নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। বুধবার (৪ মার্চ) রাতে ওই যাত্রী মালয়েশিয়া থেকে ঢাকায় এসে বিমানবন্দরে আটক হন।
বিষয়টি নিশ্চিত করে ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) মো. সোলাইমান হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি করতে থাকেন। এক পর্যায়ে বুধবার রাত সাড়ে ১১টার দিকে মালয়েশিয়া থেকে আগত এমএইচ ১৯৬ নম্বর ফ্লাইটের যাত্রী শেখ সাদিকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হলে তার কাছে দুই কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।
তিনি আরো জানান, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.