Siyam Hoque
Published:2020-03-05 19:44:17 BdST
চট্টগ্রামে ড্রোনসহ চোরাচালানির বিপুল পণ্য উদ্ধার, আটক ৯
চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের সামনে থেকে বিপুল পরিমাণ অবৈধ পণ্যসহ চোরাচালান চক্রের ৯ জন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। আটক পণ্যের মধ্যে রয়েছে সোনার বিস্কুট, বিদেশি সিগারেট, ক্যামেরা, ল্যাপটপ, বিদেশি জুতা, মোবাইল ফোন ও বেশ কিছু ড্রোন।
আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বিমানবন্দরের বাইরে চেকপোস্ট থেকে এসব পণ্য উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর সূত্র জানায়, আটক চোরাচালান চক্রের সদস্যরা হলো- ফটিকছড়ির উত্তর রোসাংগীরি এলাকার নুরুল আলমের ছেলে মো. রশিদুল করিম (২২), হাটহাজারী গড়দুয়ারা এলাকার শাহ আলমের ছেলে মো. হারুন (৩৫), ফেনীর ছাগলনাইয়া এলাকার বেলায়েত হোসেনের ছেলে মো. সাজ্জাদ মহেশ (২৭), মমতাজুল হকের ছেলে মো. আলী হোসেন (৪২), আবদুল মতিনের ছেলে মো. আবদুল আজিম (২৭), আবুল খায়েরের ছেলে আব্দুল্লাহ আল মামুন (২৫), দেলোয়ার হোসেনের ছেলে সাহাবুদ্দীন (২৮), ফুলগাজী এলাকার সৈয়দ মেজবাহ উদ্দিনের ছেলে সৈয়দ নাজিম উদ্দীন (৩৫) ও আবদুর রাজ্জাকের ছেলে আবুল কালাম (৪২)।
সংযুক্ত আরব আমিরাত হতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বাংলাদেশে আসেন তারা।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.