February 23, 2025, 2:27 pm


Al Fahad

Published:
2020-03-07 19:04:37 BdST

সারাদেশে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস


ঢাকা: শনিবার (০৭ মার্চ) সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সাতক্ষীরায় ৫২ মিলিমিটারসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।  

এছাড়া আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রবৃষ্টি হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.