February 23, 2025, 2:43 pm


Al Fahad

Published:
2020-03-07 21:46:29 BdST

শিশু ধর্ষণের দায়ে অভিযুক্ত গ্রেপ্তার


র‌্যাব-৮, ফরিদপুর ক্যাম্পে সদস্যরা রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া এলাকার তিন বছরের শিশু ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। 

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর, অধিনায়ক, ভারপ্রাপ্ত কোম্পানি, সহকারী পরিচালক, সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন, শিশু ধর্ষণে অভিযুক্ত রাজবাড়ী সদর উপজেলার রাজেন্দ্রপুর গ্রামের কাসেম শেখের ছেলে মো. ফরিদ শেখ (৪২) পাবনার আতাইকুলা উপজেলার বনগ্রাম এলাকায় আত্মগোপন করে। গোপন সংবাদের ভিত্তিতে আজ শনিবার ভোর রাতে তাকে আটক করা হয়।

ফরিদ শেখ প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ভিকটিমকে চকলেট ও বিস্কুট দেওয়ার লোভ দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার কথা স্বীকার করে। তাকে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.