Siyam Hoque
Published:2020-03-09 17:33:41 BdST
করোনাভাইরাস থেকে আপনার সন্তানকে বাঁচাতে করণীয়
চীনে উৎপত্তি হওয়া নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে, সংক্রমিত হয়েছে বাংলাদেশেও। রবিবার (৮ মার্চ) বাংলাদেশে তিনজনের সংক্রমিত হওয়ার কথা জানান জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর)।
বড়রা কমবেশি সতর্ক হলেও শিশুদের নিয়ে রীতিমত আতঙ্কে রয়েছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে কীভাবে সুস্থ রাখবেন আপনার সন্তানকে তা নিয়ে ভারতের মুম্বাইয়ে ক্লাউড নাইন হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ডা. বিনয় জোশী বলেন, কিছু বিষয় মেনে চলাটা এ রোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূ্র্ণ।
- সবচেয়ে গুরুত্বপূর্ণ হল অন্তত ২০ সেকেন্ড সাবান দিয়ে ভালমতো হাত ধোয়া। হাতের দুই পৃষ্ঠ খুব ভালো করে ধুতে হবে। আঙুলের খাঁজ যাতে ভালোভাবে পরিষ্কার হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
- স্কুলে বা পড়তে যাওয়ার সময় অথবা বাইরে গেলে আপনার সন্তানকে ভালো হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখতে বলুন।
- সহপাঠীর জ্বর হলে খুব বেশি কাছে না ঘেঁষাই ভালো, এসময়ে হ্যান্ড শেক যেন না করে।
- যে সব দেশে করোনার আক্রমণ হচ্ছে, সদ্য সে দেশ থেকে ফিরলে আপনার সন্তানকে প্রথম কয়েকদিন স্কুলে পাঠাবেন না।
- স্কুল কর্তৃপক্ষ ক্লাসরুমের টেবিল চেয়ার পরিচ্ছন্ন রাখুন। মেঝে, দেওয়াল, বাথরুম পরিষ্কার করা হোক জীবাণুনাশক দিয়ে।
- হাঁচি-কাশি হলে সন্তানদের মুখে মাস্ক পরার পরামর্শ দিন।
- বাইরে ঘুরতে গেলে হ্যান্ড স্যানিটাইজার সঙ্গে রাখুন। পরিচ্ছন্ন হোটেলে ওঠার চেষ্টা করবেন। মশলাদার খাবার খাবেন না। মাংস খাওয়ার সময় ভালমতো সেদ্ধ করার বিষয়ে খেয়াল রাখুন।
- জ্বর হলে জন্মদিন বা এরকম কোনও অনুষ্ঠান এড়িয়ে যাওয়াই ভালো।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.