Siyam Hoque
Published:2020-03-12 18:43:03 BdST
মানহানির মামলায় জামিন পেলেন খালেদা জিয়া
মানহানির অভিযোগে নড়াইলে করা এক মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে স্থায়ী জামিন দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি আবু জাফর সিদ্দিকী ও এ এস এম আবদুল মোবিন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামিন আবেদনের শুনানি শেষে বৃহস্পতিবার এই আদেশ দেন।
আদালতে খালেদার পক্ষে শুনানি করেন আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে ২০১৫ সালের ২৪ ডিসেম্বর খালেদা জিয়ার বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালতে ওই মামলা করেন জেলার নড়াগাতী থানার চাপাইল গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান রায়হান ফারুকী ইমাম।
দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন খালেদা জিয়া।
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে বিএনপি চেয়ারপারসনের পক্ষে দুই দফা জামিন আবেদন করা হলেও, উচ্চ আদালতে তা নাকচ হয়। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.