Siyam Hoque
Published:2020-03-14 17:11:28 BdST
লন্ডনে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু
লন্ডনের বাঙালি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরেক ব্রিটিশ বাংলাদেশির মৃত্যু হয়েছে।
হাসপাতালে ৮ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার ভোরে পূর্ব লন্ডনের রয়েল লন্ডন হাসপাতালে মারা যান ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি। তিনি সিলেটের অধিবাসী।
ওই ব্যক্তির মরদেহ রয়েল লন্ডন হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মরদেহ স্বজনদের কাছে কিভাবে কখন হস্তান্তর করা হবে এবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি।
উল্লেখ্য, শুক্রবার পর্যন্ত ব্রিটেনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন মোট ১২জন। এরমধ্যে দুজন ব্রিটিশ বাংলাদেশি।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.