বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়ানোর উদ্বেগের মধ্যে চাঁপাইনবাবগঞ্জে গত তিন দিনে বিদেশফেরত ৯১ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
জেলার সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী বলেন, তিন দিনে ৯১ জনকে ‘হোম কোয়ারিন্টিনে’ রাখা হয়েছে। এদের মধ্যে ১৬ জন আছেন ভারতীয়।
“বাকি ৭৫ জন বাংলাদেশি যাদের বেশিরভাগ ভারত থেকে ফিরেছেন। তবে কয়েকজন আছেন যারা সম্প্রতি ইতালি থেকে ফিরেছেন।”
বাড়তি সতর্কতা হিসেবে তাদের ‘হোম কোয়ারিন্টিনে’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.