বিমানবন্দর থানার এসআই শরীফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে রেল স্টেশনের পূর্ব পাশের ঝোপঝাঁড়ে দুই-তিনজন এই শিশুটিকে ধর্ষণ করে।
অভিযোগ পাওয়ার পর শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।
শিশুটির সঙ্গে কথা বলে অপরাধীদের চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানান এসআই শরীফ।