আবু তাহের বাপ্পা
Published:2020-03-20 01:46:35 BdST
চসিক, বগুড়া-১ ও যশোর-৬ আসনে নির্বাচনের সিদ্ধান্ত ২১ মার্চ
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক), বগুড়া-১ ও যশোর-৬ আসনের নির্বাচন বিষয়ে আগামী ২১ মার্চ সিদ্ধান্ত জানাবে ইসি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ইসির সিনিয়র সচিব মো. আলমগীর এ কথা জানান।
তিনি বলেন, ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩ আসনের উপনির্বাচন নির্ধারিত তারিখেই (আগামী ২১ মার্চ) অনুষ্ঠিত হবে। তবে চট্টগ্রাম সিটি করপোরেশন, বগুড়া-১ ও যশোর-৬ আসনের নির্বাচন বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
এদিকে, ২১ মার্চ তিন আসনে (ঢাকা-১০, বাগেরহাট-৪ ও গাইবান্ধা-৩) ভোটের দিন প্রতিটি ভোটকেন্দ্রে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা থাকবে। ভোটাররা সেটি ব্যবহার করবেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.