Siyam Hoque
Published:2020-03-21 17:57:20 BdST
করোনায় আমিরাত ও ইসরায়েলে প্রথম মৃত্যু, ইতালিতে ৪০০০ ছাড়াল
সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দু'জনের মৃত্যু হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দু'জন। জানা গেছে, তাদের একজনের বয়স ৭৮ বছর এবং অন্যজনের ৫৮ বছর।
এর আগে চলতি বছরের ২৯ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এখন পর্যন্ত সে দেশে একশ ৪০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।
ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৮৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে ইতালিতে করোনায় মৃতের সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। নতুন করে গত ২৪ ঘণ্টায় ৬২৭ জনের মৃত্যু হয়েছে। গড়ে আড়াই মিনিটে সেখানে একজনের মৃত্যু হচ্ছে।
এরই মধ্যে ইতালিতে ওষুধ সঙ্কট এবং মেডিকেলের সরঞ্জামাদির স্বল্পতা দেখা দিয়েছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.