February 24, 2025, 12:45 am


Siyam Hoque

Published:
2020-03-21 18:50:05 BdST

করোনা নিয়ে প্রশ্ন শুনে অজ্ঞান হয়ে মাটিতে পড়লেন মন্ত্রী


করোনা ভাইরাসে নিয়ে বিরোধীদের সমালোচনার মুখে পড়ে নেদারল্যান্ডের স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে । সিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে জানা গিয়েছে, সংসদে করোনাভাইরাস নিয়ে আলোচনার সময় কড়া সমালোচনার মুখে পড়তে হয় স্বাস্থ্য মন্ত্রী ব্রুনো ব্রুইনসকে। বিরোধীদের কঠিন প্রশ্নের মুখে পড়ে আচমকা জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। এরপর পানি পান করে সংসদ কক্ষ ত্যাগ করে বাইরে চলে যান।

ব্রুনো এরপর টুইটারে লেখেন, গত কয়েক সপ্তাহ ধরে দিন-রাত এক করে কাজ করছি। তাই প্রচণ্ড ক্লান্ত অনুভব করছি। আজকের দিনটা সবার সহায়তায় কাটলো। এবার বাড়ি গিয়ে একটা দিন বিশ্রাম নিতে চাই। করোনার বিরুদ্ধে এখনও লম্বা লড়াই করতে হবে। তার জন্য প্রস্তুত।

নেদারল্যান্ডে এখনও পর্যন্ত ৩৪৬ জন করোনায় আক্রান্ত বলে খবর। মারা গেছেন ৫৮ জন মানুষ।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.