February 24, 2025, 12:47 am


Siyam Hoque

Published:
2020-03-22 21:42:31 BdST

করোনাভাইরাস: ঢাকা দক্ষিণে দোকান, রেস্টুরেন্ট ও চা-স্টল বন্ধের নির্দেশ


করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকান ছাড়া অন্যান্য সব দোকান-পাট বন্ধের নির্দেশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

রোববার ডিএসসিসির এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নভেল করোনাভাইরাসের কারণে সরকারের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা দক্ষিণে রেস্টুরেন্ট, হোটেল, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটিসহ ছোট-বড় সকল প্রকার খাবারের দোকান পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে।

তবে হাসপাতাল, ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্য সেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান, মুদি দোকান, কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়্যার, মোবাইল-ফ্লেক্সিলোডের দোকানগুলো এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।

উল্লিখিত নির্দেশনাগুলো অমান্য করলে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি করা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, বাংলাদেশে শনিবার পর্যন্ত ২৪ জন করোনাভাইরাস আক্রান্ত বলে জানিয়েছে সরকার। তাদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.