February 24, 2025, 12:54 am


Siyam Hoque

Published:
2020-03-23 02:34:44 BdST

মন্ত্রিসভার সোমবারের বৈঠক বাতিল


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে মন্ত্রিসভার সোমবারের সাপ্তাহিক বৈঠক বাতিল করা হয়েছে।

রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রোববার পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪৮ জনে। এর মধ্যে ইতালিতেই গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৭৯৩ জন মারা গেছেন।

জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ( সিএসএসই)-এর তথ্য অনুযায়ী, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন বিশ্বের ৩ লাখ ৭ হাজার ২২৭ জন।  

বাংলাদেশে নতুন তিনজনসহ এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ জন বলে জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশে প্রথমবারের মতো আক্রান্তের তথ্য পাওয়ার পর এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে হয়েছে ২৭ জন। যাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.