Siyam Hoque
Published:2020-03-23 19:49:12 BdST
টোলারবাগের মৃত রোগীর চিকিৎসক করোনায় আক্রান্ত
রাজধানীর মিরপুরের টোলারবাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগীর চিকিৎসা দেওয়া চিকিৎসকও কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন।
করোনা আক্রান্ত ওই চিকিৎসকের বয়স ৩০। তিনি রাজধানীর ডেল্টা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক। সেখানে জরুরি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
ডেল্টা হাসপাতালের একজন চিকিৎসক নাম না প্রকাশ করার শর্তে এ তথ্য জানান। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহকারী সার্জন প্রেমাংশু বিশ্বাসও ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
ডেল্টা হাসপাতাল সূত্রে জানা যায়, টোলারবাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিকে জরুরি বিভাগে চিকিৎসা দিয়েছিলেন ওই চিকিৎসক। শনিবার প্রথম তিনি শ্বাসকষ্টের কথা জানান। আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে। রোববার বিকেল থেকে তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে।
করোনায় মারা যাওয়া ওই রোগীর চিকিৎসা দেওয়া হাসপাতালটির চার চিকিৎসক, ১২ জন নার্স ও তিনজন স্টাফকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। তাদেরই একজন চিকিৎসক করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.