Siyam Hoque
Published:2020-03-23 23:23:26 BdST
রিজার্ভ চুরির মামলায় হারলো বাংলাদেশ ব্যাংক
রিজার্ভ চুরির ঘটনায় রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের দায়ের করা মামলা খারিজ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।
সোলেয়ার রিসোর্ট অ্যান্ড ক্যাসিনিও অপারেটর ব্লুমবেরি রিসোর্টস কর্পোরেশনের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এমন খবর দিয়েছে।
ব্লুমবেরি রিসোর্টস করপোরেশন সোমবার ফিলিপাইন স্টক এক্সচেঞ্জে তাদের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের আনা অভিযোগ খারিজ সংক্রান্ত নথিপত্র জমা দিয়েছে।
তারা জানিয়েছে, ক্যাসিনোর বিরুদ্ধে আনা অভিযোগটি খারিজ করে দিয়েছেন নিউইয়র্কের ডিস্ট্রিক্ট কোর্টে দায়ের করা মামলার বিচারক।
২০১৬ সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়।
এরপর চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক এবং বেশ কয়েকজন কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করে মামলাটি করে বাংলাদেশ ব্যাংক।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.