Siyam Hoque
Published:2020-03-24 19:08:14 BdST
আজ থেকে সব ধরণের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ
করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে মঙ্গলবার থেকেই সারাদেশে নৌপথে লঞ্চ, ছোট নৌকাসহ সব ধরণের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে চলবে পণ্যবাহী নৌযান।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন নৌ পরিবহনমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
অন্যদিকে আগামী বৃহস্পতিবার থেকে দেশে সব ধরণের গণপরিবহন 'লকডাউন' ঘোষণা করা হচ্ছে। অর্থাৎ দেশের কোন সড়কে কোন রকম যাত্রীবাহী যানবাহন চলাচল করবে না। এই লকডাউন কার্যকর থাকবে পরবর্তী দশদিন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছে। তবে মঙ্গলবার ও বুধবার সীমিত আকারে চলবে যাত্রীবাহী বাস।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.