Siyam Hoque
Published:2020-03-27 17:36:53 BdST
দুই চিকিৎসকসহ দেশে আরও ৪ করোনা রোগী শনাক্ত
দুইজন চিকিৎসকসহ দেশে নতুন করে চারজন নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা করোনাভাইরাস নিয়ে অনলাইনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, নতুন করে যে চারজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে একজনের বয়স ২০-৩০ বছরের মধ্যে, একজনের বয়স ৩০-৪০ বছরের মধ্যে, একজনের বয়স ৪০-৫০ বছরের মধ্যে ও একজনের বয়স ৫০-৬০ বছরের মধ্যে। এদের মধ্যে দু'জন চিকিৎসক রয়েছেন।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.