Siyam Hoque
Published:2020-04-02 20:17:58 BdST
দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ কার্যক্রম তাবিথ আউয়ালের
করোনা পরিস্থিতিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র মানুষের মধ্যে খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছেন তাবিথ আউয়াল।
বিগত সিটি নির্বাচনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে এ কাজে সহায়তা করছেন কাউন্সিলর প্রার্থীরা।
১৬ নম্বর ওয়ার্ডে খাবার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান রাব্বী জানান, তার ওয়ার্ডের ৫০০ পরিবারকে সহায়তা দেয়া হয়েছে।
তাবিথ আউয়াল বলেন, আমরা সুবিধাবঞ্চিত ও অভাবী মানুষের একটি তালিকা তৈরি করেছি। বিশেষ করে ছোট ছোট সন্তানসহ নারী ও বয়স্করা, যারা সাধারণত ঘরের বাইরে যেতে পারেন না, তাদের কাছে আমরা নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছি, যাতে তারা নিজেদের ঘরে নিরাপদে থাকতে পারে।
তিনি বলেন, আমরা দলের কাউন্সিলর প্রার্থী এবং এনজিওর সাহায্যে প্রতিটি ওয়ার্ডেই এমন প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছি, সবাই যেন ঘরে থাকেন এবং নিরাপদ থাকেন।
আগামীকাল মোহাম্মদপুরের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে ত্রাণ সহায়তা দেয়া হবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.