Siyam Hoque
Published:2020-04-02 20:21:25 BdST
৩৬ হাজার কর্মী ছাটাই করবে ব্রিটিশ এয়ারওয়েজ
করোনাভাইরাস মহামারি আকারে ছড়িয়ে পড়েছে।বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। এতে ক্ষতির মুখে পড়েছে বিমান শিল্প।এই পরিস্থিতিতে ব্রিটিশ এয়ারওয়েজ প্রায় ৩৬ হাজার কর্মীকে সাময়িক করতে যাচ্ছে বলে জানা গেছে।
করোনায় সৃষ্ট বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ব্রিটিশ এয়ারওয়েজ কর্মীদের ইউনিয়নের সঙ্গে এক সপ্তাহের বেশি সময় ধরে আলাপ-আলোচনা করেছে। আর এরপর এমন সিদ্ধান্ত নেয়া হয়।
তবে এ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি।
আনুষ্ঠানিক চুক্তি সম্পাদনের অর্থ হলো-ব্রিটিশ এয়ারওয়েজের (বিএ) কেবিন ক্রু, গ্রাউন্ড স্টাফ, ইঞ্জিনিয়ার এবং প্রধান কার্যালয়ে কর্মরত ৮০ শতাংশ পর্যন্ত কর্মীর চাকরি স্থগিত করা হবে বলে মনে করা হচ্ছে।
এই সিদ্ধান্তটি গ্যাটউইক এবং লন্ডন সিটি বিমানবন্দরের সমস্ত কর্মীদের উপর প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.