January 11, 2026, 9:37 pm


S M Fatin Shadab

Published:
2026-01-11 11:49:39 BdST

ফিলিপাইনে ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


ফিলিপাইনের দাভাও অক্সিডেন্টালের উপকূলে গতকাল শনিবার রাতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দক্ষিণ ফিলিপাইনের একাধিক প্রদেশে এই কম্পন অনুভূত হয়েছে। ফিলিপাইনের ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিবোলক্স) এই তথ্য নিশ্চিত করেছে।

দেশটির ভূকম্পনবিদদের তথ্যমতে, স্থানীয় সময় রাত ১০টা ৫৮ মিনিটে এই ভূমিকম্পন অনুভূত হয়।

প্রতিবেদন অনুযায়ী, এর কেন্দ্রস্থল ছিল সারাঙ্গানির বালুট দ্বীপ থেকে প্রায় ৩১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। তবে এই ভূমিকম্পের প্রভাবে কোন সুনামির আশঙ্কা নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

কেন্দ্রস্থল মূল ভূখণ্ড থেকে দূরে হওয়ায় অবকাঠামোর ওপর প্রভাব কম পড়েছে। এখন পর্যন্ত কোন ক্ষয়ক্ষতির তথ্য নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.