নিজস্ব প্রতিবেদক
Published:2025-01-31 10:31:58 BdST
মুন্সিগঞ্জে দুই গ্রুপের ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২
চাঁদপুর-মুন্সিগঞ্জ নৌ সীমানার মোহনপুরের বাহেরচর এলাকায় মেঘনা নদীতে দুই গ্রুপের সংঘর্ষ ও গুলির ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ তিনজনকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— চাঁদপুর মতলব থানার দশানি গ্রামের রিফাত (২৯) ও মতলব ভাষানচর গ্রামের রাসেল (৩০)।আহত আইয়ুব আলী (৩৫) মাদারীপুর জেলার শিবচর এলাকার মান্নান হাওলাদার ছেলে।
গুলিবিদ্ধ আইয়ুব আলীকে উন্নত চিকিৎসার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোহনপুরের কাছাকাছি মেঘনা নদীতে বালু উত্তোলন নিয়ে দ্বন্দ্বের জের ধরে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে স্থানীয় কিবরিয়া ও কানা জহির গ্রুপের মধ্যে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। দুই গ্রুপের বিরুদ্ধে বালুদস্যুতা ও ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে।।
পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা গেছে, মেঘনার নৌ-পথের নিয়ন্ত্রণ ও বালু উত্তোলন নিয়ে কিবরিয়া ও কানা জহির দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বাহেরচর সংলগ্ন নদীতে কানা জহিরের লোকজন নদীতে অবস্থানকালে কিবরিয়া পক্ষের লোকজন স্পিডবোটযোগে তাদের ওপর অতর্কিত হামলা ও গুলি করে।
মুন্সিগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বিল্লাল হোসেন বলেন, ঘটনাটি চাঁদপুরে ঘটেছে। আমরা সংবাদ পেয়ে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে এসে দুইজনের মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। আরেকজন গুলিবিদ্ধকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো যাবে।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.