নিজস্ব প্রতিবেদক
Published:2025-08-07 11:29:09 BdST
শাহাদাৎবার্ষিকীবিএনপির সাবেক মন্ত্রী মাহবুব আলী খান এর ৪১তম শাহাদাৎবার্ষিকী উদযাপন
ছবি: সংগৃহীত
গত ৬ আগস্ট বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক নৌ-বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খান এর ৪১তম শাহাদৎবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বুধবার রাতে রাজধানীর ধানমন্ডিস্থ মাহবুব ভবনে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে অংশ গ্রহণ করেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপির স্থায়ী কমিটির সন্মানিত সদস্য বৃন্দ, কেন্দ্রীয় কমিটির সন্মানিত নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ওলামায়ে কেরামগণ।পরিবারের সদস্য এবং আত্নীয়-স্বজন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ দোয়ায় শরীক হোন। এছাড়াও দোয়া ও মিলাদ মাহফিলে টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার মাটি ও মানুষের নেতা অধ্যাপক ডাঃ মোঃ শাহ আলম তালুকদার উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল শেষে নেতৃবৃন্দ বলেন, মাহবুব আলী খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলে মন্ত্রী ছিলেন। তিনি শুধু সরকারি চাকরি জীবিই ছিলেন না, তিনি ছিলেন একজন সংগঠক। বিএনপির নেতা-কর্মীদের কাছে তিনি একজন প্রাণপ্রিয় মানুষ ছিলেন। উনি মৃত্যুর পর বিএনপি হারিয়েছে একজন সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক ব্যাক্তিকে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনাকে পছন্দ করে দলে নিয়ে আসেন। সিলেটবাসীর কাছে মাহবুব আলী খান ছিলেন আদর্শের প্রতীক।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.