অনলাইন ডেস্ক
Published:2025-08-10 12:27:26 BdST
প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতিসেনবাগে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
নোয়াখালীর সেনবাগ উপজেলায় একটি কাঠের আসবাবপত্র তৈরির কারখানাসহ ১২টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসায়ীদের দাবি, এতে তাদের প্রায় ৩৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ভুক্তভোগী ব্যবসায়ী ও স্থানীয়রা জানান, শনিবার রাত ১২টার দিকে উপজেলার সেবারহাট বাজারে একটি আসবাবপত্র তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সেনবাগ, চৌমুহনী ও মাইজদীর পাঁচটি ইউনিট এসে প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে ১১টি দোকান ও একটি কারখানা পুড়ে ছাই হয়ে যায়।
আগুনে আসবাবপত্র তৈরির কারখানা, মেশিনারিজ সামগ্রী, থাই অ্যালুমিনিয়াম পণ্য বিক্রির দোকানসহ কমপক্ষে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।
সেনবাগ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার মো. সাব্বির হোসেন জানান, পাঁচটি ইউনিট প্রায় ছয় ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।
Unauthorized use or reproduction of The Finance Today content for commercial purposes is strictly prohibited.